ব্যাংক এশিয়া লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) পদে ১০০ জন নিয়োগ দেয়া হবে।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, সামাজিক শিক্ষা বা বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। প্রার্থীদের কম্পিউটারের কাজ জানা ও যোগাযোগে দক্ষতা, উদ্যোগী, মার্কেটিং বিষয়ে জ্ঞান, টার্গেট পূরণে সামর্থ্য এবং কঠিন পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা : ৩০ এপ্রিল ২০১৭ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছর হতে হবে।
কাজ : নিয়োগপ্রাপ্তদের এসএমই ঋণের টাকা আদায় ও কার্ড ডিভিশনের রিকভারির কাজ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসাররা কাজ করবেন এজেন্ট আউটলেটের মাধ্যমে।
বেতনভাতা : চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা মাসে ১২ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া বিপণনের ওপর ইনসেনটিভসহ কিছু সুবিধা দেয়া হবে। তবে একই কাজে দক্ষ, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল কাজে অভিজ্ঞদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে।
আবেদন করার শেষ তারিখ : ২৫ মে ২০১৭।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আবেদন ফরম পাওয়া যাবে ব্যাংক এশিয়ার www.bankasia-bd.com/career এই ওয়েবসাইটে। নিয়ম মেনে আগ্রহী প্রার্থীদের যথাযথভাবে অনলাইনে আবেদন করতে হবে।
সূত্র : বিডিজবস ডটকম