আড্ডাকে কাজে লাগান গঠনমূলকভাবে

মো: মাসুদুর রহমান : যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের অনেকে প্রচুর সময় নষ্ট করে থাকেন বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিয়ে। আড্ডা দেয়া ভালো। তাই বলে দিনের অধিকাংশ সময় ধরে আড্ডা দেয়া উচিৎ নয়। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আপনি আপনার আড্ডাকেও কাজে লাগাতে পারেন গঠনমূলকভাবে। কিন্তু কিভাবে? আসুন জেনে নিই।

১. প্রথমে সব বন্ধু-বান্ধব একত্রিত হয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করুন।
২. এরপর যাদের লক্ষ্য ব্যাংকে চাকরি করার তাদের একটা গ্রুপ, যাদের টার্গেট সরকারি চাকরি তাদের একটা গ্রুপ, এভাবে কতগুলো গ্রুপ তৈরি করুন।
৩. এরপর অবসর সময়ে গ্রুপগুলো আড্ডায় নিজেদেরকে প্রস্তুত করতে চেষ্টা করুন।

এছাড়াও…….
৪. যাদের লক্ষ্য ব্যাংকে চাকরি করার, তারা দেশের বিভিন্ন ব্যাংক পরিদর্শন করতে পারেন। এতে করে জ্ঞানের পরিধি বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে।
৫. লক্ষ্যের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন বই কিনে গ্রুপভিত্তিক প্রাকটিস করুন।adda

পরিশেষে….
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যদি ক্যারিয়ারের দিকে মনযোগী হওয়া যায়, তবে লেখা-পড়া শেষ করে কাঙ্খিত চাকরিটা পাওয়া অনেক সহজতর হয়ে যায়। সুতরাং, শুধু আড্ডা দিলেই চলবে না, ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, তবেই তো হবে নিজের এবং জাতির উন্নতি।

[email protected]

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top