বিশ্বের সবচেয়ে সম্মানজনক বৃত্তির একটি হলো ‘জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’। এটি এমন একটি বৃত্তি যা উন্নয়নশীল দেশগুলোর তরুণ পেশাদারদের বিদেশে পড়াশোনার জন্য অনুদান দেয়। এই বৃত্তির আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা ২৬টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। জাপান ও বিশ্বব্যাংক যৌথভাবে এই বৃত্তির অর্থায়ন করবে। তবে এই বৃত্তি পাওয়ার সুযোগ বেশ প্রতিযোগিতাপূর্ণ। কারণ প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করেন।
কেন এই বৃত্তি দেওয়া হয়
১৯৮৭ সাল থেকে এই প্রোগ্রামের আওতায় ১০০টির বেশি দেশ থেকে ৬ হাজারের অধিক পেশাজীবীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। আর ২০১৯ সাল অবধি বাংলাদেশ থেকে ১৩৮ জন এই বৃত্তি পেয়েছেন। উন্নয়নশীল দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করে অর্থনৈতিক বিকাশের জন্য এই বৃত্তি দেওয়া হয়।
সুযোগ-সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি।
- বিমানে আসা-যাওয়ার খরচ।
- চিকিৎসা বিমা।
- মাসিক উপবৃত্তি দেওয়া হবে।
- আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয়।
বৃত্তির আওতাভুক্ত নয়
- ভিসা আবেদনের খরচ।
- পরিবারের সদস্যদের খরচ।
- অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ।
- স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ খরচ।
- গবেষণাসংক্রান্ত খরচ।
- সম্পূরক শিক্ষা উপকরণ।
- ফিল্ড ট্রিপ।
- ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণের খরচ।
- শিক্ষাগত সরঞ্জাম কেনার খরচ।
- আবাসিক পারমিট ফি।
আবেদনের যোগ্যতা
- বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
- কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- আবেদনের তারিখের কমপক্ষে ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে।
- স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- উন্নয়ন-সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
- আবেদনের সময় অবশ্যই চাকরিতে কর্মরত থাকতে হবে (সরকারি বা বেসরকারি)।
- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
- আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
- প্রোগ্রামের প্রদানকৃত ফরম্যাট মোতাবেক ফরম পূরণ করতে হবে।
- নির্দিষ্ট ফরম্যাটে সিভি তৈরি করে আপলোড করতে হবে।
- দুজন সুপারিশকারী যাঁদের নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে রেফারেন্স লেটার দিতে হবে।
- পেশাদার জীবনের বা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সনদ দিতে হবে।
ওয়েবসাইট
https://www.worldbank.org/en/programs/scholarships
১ম ধাপের আবেদনের শেষ সময়
২৮ ফেব্রুয়ারি, ২০২২
২য় ধাপের আবেদন শুরু
২৯ মার্চ, ২০২২
২য় ধাপের আবেদনের শেষ সময় : ২৭ মে, ২০২২
সূত্র : আজকের পত্রিকা