Instructor

User Avatar

bakibillah

মো. বাকীবিল্লাহ। ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর এ ধরাতে আগমন। বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়। বাবা মো. আব্দুল হাই, মাতা রোকেয়া বেগম। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্না্তক।
ছাত্রজীবনে ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে দৈনিক আলোর জগৎ পত্রিকায় কাজ শুরু করি। তারপর আনন্দপত্র বাংলা সংবাদ- আবাসের প্রতিনিধি হিসেবে যোগ দিই ২০০৪ সালে। অনার্স শেষ করে ২০০৭ সালে একটি জাতীয় সংবাদ সংস্থা এনএনবি'র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি প্রায় এক বছর। এ সময় নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিটে রিপোটিংয়ের অভিজ্ঞতা অর্জন করি।
২০০৮ সালে কারেন্ট ইস্যু নামে একটি ম্যাগাজিনের সহযোগী সম্পাদক হিসেবে কাজ শুরু করি। দুবছর পর আরেকটি শিক্ষা, ক্যারিয়ার ও সাধারণজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন কারেন্ট দিগন্তের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করি। একইসাথে একটি জাতীয় দৈনিকে সহযোগী গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করি। এরপর ওই দৈনিকের অনলাইন সাব এডিটর হিসেবে কাজ করি ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত। তার আগে ২০১২ সাল থেকে একটি অনলাইন পত্রিকা নিউজ ইভেন্ট ২৪ -এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি ৫ বছর। বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিকতা করছি।
ক্লাস নাইনে অধ্যয়নকালে হাতে লিখে বের করতাম চ্যালেঞ্জ নামে একটি পাক্ষিক। এছাড়া প্রতিষ্ঠানের সাময়িকী প্রকাশের ক্ষেত্রেও জড়িত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে এসে একটি ক্যারিয়ার ম্যাগাজিনের পাঠক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করি। বছরখানেক পরে প্রতিষ্ঠা করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব- জুয়েক নামে একটি শিক্ষা ও সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বের করতাম মাসিক প্রকাশনা কাগজ-কলম। প্রায় দুই বছর নিয়মিত বের করি এটি। পরে সাংবাদিকতাকেন্দ্রিক ব্যস্ততায় প্রকাশনাটি বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় জীবনেই প্রতিষ্ঠা করি আবর্তন গ্রুপ নামে একটি ব্যবসায়িক সঙ্ঘ। যার চেয়ারম্যানের দায়িত্ব আসে আমার ওপর। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ক্রিয়েটিভ বাংলাদেশ। আবারো পরিবর্তন হয় গ্রুপটির নাম। এবারে রাখা হলো জিটিএফসি গ্রুপ। বর্তমানে এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। গ্রুপের পক্ষ থেকে ২০০৯ সালের মাঝামাঝি সাভারের আশুলিয়ায় প্রতিষ্ঠা করা হয় বাডস ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি স্কুল। ২০১০ সালের জানুয়ারিতে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু। ডিসেম্বর ২০০৯-এ প্রতিষ্ঠিত হয় জিটিএফসি ফাউন্ডেশন। এ সংস্থারও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।
ক্যারিয়ার বিষয়ে লেখালেখির সূত্র ধরে ২০১১ সালের এপ্রিলে প্রতিষ্ঠা করি ক্যারিয়ার ইনটেলিজেন্স নামে একটি ম্যাগাজিন। বর্তমানে সেটির প্রধান সম্পাদক হিসেবে কাজ করছি।
এগুলোর বাইরে ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ও গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ রয়েছে।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমেইল বা ফেসবুকে নক করুন।
ইমেইল : [email protected]

6 Courses
2 Students