ঢাবিতে আসন সংখ্যা বাড়ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬ হাজার ৮০০। এ বছর আসন বেড়ে ৭ হাজার ৫৩টি ধরা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে ১ হাজার ৭৬৫, কলা অনুষদের অধীন খ-ইউনিটে ২ হাজার ৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটে ১ হাজার ৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩টি অনুষদে ৮৩টি বিভাগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও এর অন্তর্গত বিভাগগুলো হলো:

  • কলা অনুষদ
    • ১.১বাংলা
    • ১.২ইংরেজি
    • ১.৩ফারসি ভাষা ও সাহিত্য
    • ১.৪দর্শন
    • ১.৫ইতিহাস
    • ১.৬আরবি
    • ১.৭ইসলামিক স্টাডিজ
    • ১.৮ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
    • ১.৯সংস্কৃত ও পালি
    • ১.১০তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
    • ১.১১ভাষাবিজ্ঞান
    • ১.১২নাট্যকলা ও সঙ্গীত
    • ১.১৩বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
  • ২ বিজ্ঞান অনুষদ
    • ২.১পদার্থ বিজ্ঞান
    • ২.২গণিত
    • ২.৩রসায়ন
    • ২.৪পরিসংখ্যান
    • ২.৫বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি
    • ২.৬তাত্ত্বিক পদার্থবিজ্ঞান
    • ২.৭ফলিত গণিত
  • ৩ আইন অনুষদ
    • ৩.১আইন
  • ৪ সামাজিক বিজ্ঞান অনুষদ
    • ৪.১অর্থনীতি
    • ৪.২রাষ্ট্রবিজ্ঞান
    • ৪.৩আন্তর্জাতিক সম্পর্ক
    • ৪.৪সমাজবিজ্ঞান
    • ৪.৫লোক প্রশাসন
    • ৪.৬গণযোগাযোগ ও সাংবাদিকতা
    • ৪.৭নৃবিজ্ঞান
    • ৪.৮পপুলেশন সায়েন্সেস
    • ৪.৯শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
    • ৪.১০উইমেন্স স্টাডিজ
    • ৪.১১ডেভেলপমেন্ট স্টাডিজ
    • ৪.১২টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ
    • ৪.১৩ক্রিমিনোলজি
  • ৫ বিজনেস স্টাডিজ অনুষদ
    • ৫.১ম্যানেজমেন্ট স্টাডিজ
    • ৫.২একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
    • ৫.৩মার্কেটিং
    • ৫.৪ফিন্যান্স
    • ৫.৫ব্যাংকিং
    • ৫.৬ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
    • ৫.৭ইন্টারন্যাশনাল বিজনেস
    • ৫.৮ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • ৬ জীববিজ্ঞান অনুষদ
    • ৬.১মৃত্তিকা, পানি ও পরিবেশ
    • ৬.২উদ্ভিদ বিজ্ঞান
    • ৬.৩প্রাণিবিদ্যা
    • ৬.৪প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
    • ৬.৫মনোবিজ্ঞান
    • ৬.৬অণুজীব বিজ্ঞান
    • ৬.৭মৎস্য বিজ্ঞান
    • ৬.৮চিকিৎসা মনোবিজ্ঞান
    • ৬.৯জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
    • ৬.১০এডুকেশনাল সাইকোলজি
    • ৬.১১অধিভুক্ত কলেজসমুহ
  • ৭ ফার্মেসি অনুষদ
    • ৭.১ফার্মাসিউটিকাল কেমিস্ট্রি
    • ৭.২ক্লিনিকাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি
    • ৭.৩ফার্মাসিউটিক্যাল টেকনোলজি
  • ৮ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজী অনুষদ
    • ৮.১ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্‌স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
    • ৮.২ফলিত রসায়ন ও কেমিকৌশল
    • ৮.৩কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
    • ৮.৪নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
  • আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
    • ৯.১ভূগোল ও পরিবেশ
    • ৯.২ভূতত্ত্ব
    • ৯.৩সমুদ্রবিজ্ঞান
    • ৯.৪দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
    • ৯.৫আবহাওয়া বিজ্ঞান
  • ১০ চারুকলা অনুষদ
  • ১১ চিকিৎসা অনুষদ
  • ১২ স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদ
  • ১৩ শিক্ষা অনুষদ

 

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top