জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের (‘ক’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইট (www.jnu.ac.bd ) এ ফলাফল পাওয়া যাবে।
‘ক’ ইউনিটে সর্বোচ্চ ৭৯০টি আসনের বিপরীতে ১৬,৯০০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৬ হাজার ৪৫৬ জন এবং অন্যান্য বিভাগ থেকে ৪৪৪ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতদের মধ্য থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৭৪৫ জন ও অন্যান্য শাখা থেকে ৪৫ জন শিক্ষার্থীকে মেধা ভিত্তিতে বিভাগ বরাদ্দ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ক ইউনিটে পাসের হার ২৭.৫০%।
উল্লেখ্য, ৬১ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।