বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ পদ নবম ও দশম গ্রেডের। এ ছাড়া অল্প কিছু পদ আছে ১২ গ্রেডের। পিএসসি আলাদা পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে।
আবেদনের নিয়ম : নন-ক্যাডার উচ্চতর বেতন স্কেল এবং ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা Teletalk BD. Ltd. Gi Web Address: (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ভবন Address: (www.bpsc.gov.bd) এর মাধ্যমে নির্ধারিত Application form for Non Cadre Examination ক্লিক করে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ।
আবেদনের শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সব প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।