৫ শ’ লোক নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১২টি পদে প্রায় পাঁচ শ লোক নেবে। বিজ্ঞপ্তিটি ব্যাংকের ওয়েবসাইটে (www.rakub.org.bd) পাওয়া যাচ্ছে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করতে হবে আগামী ৭ জুলাই সন্ধ্যা ছয়টার মধ্যে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আবেদনের সময় বাড়ল

যেসব পদে নিয়োগ

    • বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা
    • ঊর্ধ্বতন কর্মকর্তা
    • ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
    • অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
    • অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
    • কর্মকর্তা
    • কম্পিউটার অপারেটর
    • স্টেনোগ্রাফার
    • সুপারভাইজার
    • কোষাধ্যক্ষ
    • ডেটা এন্ট্রি অপারেটর ও
    • ড্রাইভার

তবে সুপারভাইজার, কোষাধ্যক্ষ, ডেটা এন্ট্রি অপারেটর—এই তিনটি পদে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার স্থায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

rajshahi-bank

এসব পদে আবেদন করতে হলে পদভেদে বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। পদভেদে কিছু অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদন করতে হলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট www.rakub.org.bd এ Apply Online নামের লিংকে প্রবেশ করে বর্ণিত নির্দেশনা অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন, ফি পরিশোধ ও Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এ ছাড়া www.rakub.eappsbd.com ওয়েবসাইটে প্রবেশ করেও Online Application Form পূরণ করা যাবে।

জানা গেছে, আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পদভেদে ভিন্ন প্রশ্নে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top