ইউসিবি ব্যাংক
পদের নাম: প্রবেশনারি অফিসার
বয়স: ৩১ অক্টোবর ২০১৫ তারিখে ৩০ বছর।
বেতন: ৩৩,৫০০ টাকা।
যোগ্যতা: ফাইন্যান্স/মার্কেটিং/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/ব্যাংকিং/এমআইএস/পরিসংখ্যান/গণিত/অর্থনীতি/ইংরেজি/আইআর/আইন বিষয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০ অথবা প্রথম শ্রেণি পেয়ে চার বছরের স্নাতক পাস। এসএসসিতে ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.০ থাকতে হবে এবং “ও” লেভেল এবং “এ”লেভেলে B থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
www. bdjobs. com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০১৫।
সূত্র: ২৩ জুন প্রথম আলো, পৃ: ৮।