চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ক্লাস আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষের লেভেল- ১, স্নাতক কোর্সে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে আগামী ১৮ মার্চ সকাল নয়টায় নিজ নিজ বিভাগীয় প্রধানের কাছে রিপোর্ট করতে হবে। ক্লাস শুরুর ব্যাপরে বিভাগীয় প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধ্যয়নরত লেভেল-৪ এর ক্লাস শেষ না হওয়ায় হলের সিট বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করতে হবে।