সুইজারল্যান্ডে স্নাতকোত্তর পর্যায়ে আইন বিষয়ে পড়ার জন্য স্বল্পকালীন বৃত্তি দিচ্ছে জেনেভা ল স্কুল ও গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ।
কারা পাবে : উন্নয়নশীল দেশের যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ১০ মাসের জন্য কোর্সগুলো পরিচালনা করা হবে।
সুযোগ-সুবিধা : পড়ালেখার যাবতীয় খরচ বহন করবে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০ মাস সুইজারল্যান্ডে বসবাসের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ দেওয়া হবে।
আবেদন করতে হবে ই-মেইল অথবা ডাকযোগে। নিজের আর্থিক অবস্থার প্রমাণস্বরূপ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট, আয়ের সনদপত্র প্রভৃতি। সব সনদপত্রের ভাষা হতে হবে ইংরেজি। মূল ভাষা বাংলায় হলে অনুবাদসহ দাখিল করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ জানুয়ারি ২০১৪।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে http://www.mids.ch/the-students/financial-aid-scholarships/mids-managed-scholarships.html ঠিকানায়।