আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে হাঙ্গেরি সরকার। স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। গবেষণার খাতিরে স্বল্প সময়ের জন্য যাঁরা হাঙ্গেরিতে থাকতে চান, তাঁরাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময় প্রার্থীকে নিজ দেশে অবস্থান করতে হবে। পিএইচডি পর্যায়ের জন্য আবেদনের বয়সসীমা ৩৫ বছর। তবে গবেষণার জন্য কোনো নির্ধারিত বয়সসীমা নেই। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে_পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং বৃত্তিটি কেন প্রয়োজন সে বিষয়ে একটি রচনা।
আবেদনের শেষ সময় ৮ এপ্রিল। আবেদনপত্র প্রিন্ট করে দরকারি কাগজপত্রসহ হাঙ্গেরি স্কলারশিপ বোর্ডের ঠিকানায় পাঠাতে হবে।
অনলাইনেও আবেদন করা যাবে http://www.scholarship.hu ওয়েবসাইটে।