আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট ও ডক্টরেট পর্যায়ে উচ্চশিক্ষায় বৃত্তি দেবে মরক্কো সরকার। তিনটি পর্যায়ে দেওয়া হবে মোট ১৫টি বৃত্তি। আগ্রহীরা www.amci.ma, www.enssup.gov.ma, www.dfc.gov.ma সাইট থেকে আবেদন ফরম ডাউনলোড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসিতে থাকতে হবে ‘এ’ প্লাস। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।
গ্র্যাজুয়েট পর্যায়ে আবেদনের জন্য প্রার্থীর অনার্সে প্রথম শ্রেণী থাকতে হবে। ডক্টরেট পর্যায়ে আবেদনের ক্ষেত্রে মাস্টার্সে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী থাকতে হবে। আবেদন ফরম সংগ্রহ বা ডাউনলোড করে পূরণ করে সঙ্গে সব পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপিসহ দরকারি কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠাতে হবে ৯ জুলাইয়ের মধ্যে এই ঠিকানা বরাবর-
মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী, উপ-সচিব, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। অথবা সরাসরি জমা দেওয়া যাবে বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটের ৯ নম্বর কাউন্টারে।