কী বৃত্তি : আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে শিক্ষাবৃত্তি।
কারা দেবে : কোরিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (এনআইআইইডি)।
কারা পাবে : আন্ডারগ্র্যাজুয়েট প্রার্থীদের বয়স ১ মার্চ ২০১৪-এ অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং ভালো ফল বিবেচনা করা হবে। কোরিয়ান ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
সুযোগ-সুবিধা : নির্বাচিতদের বিমান ভাড়া এবং টিউশন ফির একটা অংশ দেবে কর্তৃপক্ষ। থাকা-খাওয়ার জন্য প্রতি মাসে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ।
কী কী লাগবে : আবেদনের সময় দরকার হবে জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ভাষা দক্ষতার প্রমাণপত্র, শারীরিক সুস্থতার সনদপত্র, রেফারেন্স লেটার ও পাসপোর্টের কপি।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০১৩।
আবেদনের ঠিকানা : বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবলিংকে www.bgd.mofat.go.kr