কী বৃত্তি : ভোকেশনাল নানা ট্রেডে বৃত্তি।
কারা দেবে : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ।
কারা পাবে : অষ্টম শ্রেণি পাসের পর আর পড়াশোনা করেননি অথবা এসএসসি বা দাখিল পাসের পর আর পড়াশোনা করেননি, অনূর্ধ্ব-২৫ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা : ছয় মাস মেয়াদি প্রশিক্ষণকালীন থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় বহন করা হবে এবং মাসিক ১০০০ টাকা ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ জানুয়ারি ২০১৫।
আবেদনের ঠিকানা : আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে
(www.idb-bisew.org) অথবা যোগাযোগ করতে হবে ৯১৮৩০০৪-৫ নম্বরে।