সুইডিশ ইন্সটিটিউট গেস্ট স্কলারশিপ

‘সুইডিশ ইন্সটিটিউট’ ২০১২-১৩ শিক্ষাবর্ষে পিএইচডি ও পোস্টডক্টোরাল  শিক্ষার্থীদের রিসার্চের জন্য ‘গেস্ট স্কলারশিপ’ দিচ্ছে।

আবেদনের যোগ্যতা

১. প্রার্থীকে পিএইচডি বা পোস্টডক্টোরালে রিসার্চ পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।

২. পোস্টডক্টোরাল শিক্ষার্থীদেরকে তাদের রিসার্চের ব্যাপারে ১৫ এপ্রিল ২০১২ নাগাদ শেষ হওয়ার নিশ্চয়তা দিতে হবে।

৩. সুইডেনে আগে থেকেই ওয়ার্ক পারমিট পাওয়া শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হবে না।

সুবিধা

পিএইচডি শিক্ষার্থীকে মাসে প্রায় ১৪৯২৩৭ টাকা ও পোস্টডক্টোরাল শিক্ষার্থীকে মাসে  প্রায় ১৮৬৫৪৬ টাকা বৃত্তি দেয়া হবে।

আবেদনের নিয়ম

১. শিক্ষাগত যোগ্যতাসহ সকল ডকুমেন্ট ও  রেফারেন্স লেটার,  আবেদনপত্রের সাথে দিতে হবে।

২. সকল ডকুমেন্ট  অনলাইনে পিডিএফ ফাইলে অ্যাটাচ করে দিতে হবে।

৩. তথ্য লেখার সময় বিশেষ করে নাম ও ঠিকানা লেখার সময় সব বড় অক্ষরে না লিখে বড়-ছোট অক্ষরের সংমিশ্রণ করা যাবে।

বিস্তারিত জানতে- http://www.studyinsweden.se/Scholarships/SI-scholarships/Guest-Scholarship-Program/Application-instructions-for-Guest-Scholarship-Program-for-PhD-and-post-doctoral-studies-in-Sweden/

এবং http://www.studyinsweden.se/Scholarships/SI-scholarships/Guest-Scholarship-Program/

ফর্ম সংগ্রহের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০১২

জমাদানের তারিখ :  ০১ মার্চ ২০১২

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top