চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত জিমনেশিয়াম ও এডুকেশন ফ্যাকাল্টির অধীনে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের বিভাগের উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিভাগটির উদ্বোধন উপলক্ষে রবিবার দুপুরে জিমনেশিয়াম হলে আলোচনা সভারও আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দর মনের পরিশীলিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পঠন-পাঠনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ একান্ত অপরিহার্য। সে সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জিমনেশিয়াম আজ বাস্তবে রূপ নিয়েছে।’
তিনি বলেন, ‘যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিশ্ববিদ্যালয় প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে এ বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ডিনস কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রমুখ।