বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ও ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অচিরেই ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
২০০৮ সালের ১২ অক্টোবর যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয়টিতে এ বছর ছয়টি অনুষদের অধীনে মোট ২০টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.brur.ac.bd তে পাওয়া যাবে।