মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টার বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ ও বিএসসি (অনার্স) কোর্সে ভর্তি আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। সাক্ষাৎকারে উপস্থিত মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল এবং বুধবার সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র, সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি পাঁচ কপি, স্ট্যাম্প সাইজ ছবি এক কপি এবং ভর্তি ফি বাবদ প্রায় ১৮ হাজার টাকা সাথে আনতে হবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।