বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন করা যাবে ২২ অক্টোবর পর্যন্ত।
জানা গেছে, এবার কোনো আসনসংখ্যা বাড়ানো হয়নি। আগের বারের মতোই এক হাজার আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে।
আবেদনকারীদের এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজিতে জিপিএ-৫ করে পেতে হবে।