আটটি ইউনিটের পরিবর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর তিনটি ইউনিটের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার ভর্তি উপ-কমিটির এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর জন্য ‘ক’ ইউনিট, কলা অনুষদের জন্য ‘খ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের জন্য ‘গ’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা নেয়া হবে ১৯ থেকে ২৫ অক্টোবর।
গত বছর ভর্তি পরীক্ষা নেয়া হয়েছিল ‘এ’ (কলা), ‘বি’ (আইন), ‘সি’ (বিজ্ঞান), ‘ডি’ (ব্যবসায় শিক্ষা), ‘ই’ (সামাজিক বিজ্ঞান), ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান), ‘জি’ (কৃষি), ‘এইচ’ (প্রকৌশল) ইউনিটে ভাগ করে। বেশি ইউনিটে পরীক্ষা নেয়ায় ভর্তি প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছিল।
ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।