ঢাবি খ ইউনিটের মৌখিক পরীক্ষা ১৩ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, এ মৌখিক পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে আসন পূরণ না হলে পরবর্তীতে আবার নতুন তারিখ দেওয়া হবে।

এছাড়া সংগীত বিভাগে ভর্তির মৌখিক পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর এবং নাট্যকলা বিভাগের ভর্তির মৌখিক পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিন হবে বলেও জানান তিনি।

গত ২০ নভেম্বর থেকে এ মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গত ১৯ নভেম্বর রাতে তা স্থগিতের ঘোষণা দেন ডিন সদরুল আমিন।

তবে পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে তখন তিনি কিছু বলেননি।

বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ওয়েবসাইটে (http://khaunit.univdhaka.edu/) মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে।

গত ২১ অক্টোবর এ ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ হয় ২৩ অক্টোবর। ৩৩ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয় ৮ হাজার ৫৮৫ জন।

বিডিনিউজ

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top