জাবিতে বিভিন্ন কোটার ফলাফল প্রকাশ : ভর্তি ১৮ ও ১৯ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে সাংস্কৃতিক, প্রতিবন্ধী, খেলোয়াড় ও মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ছাত্রছাত্রী ভর্তি করা হবে আগামী ১৮ থেকে ১৯ ডিসেম্বর। এ সব কোটায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের তালিকা সংশ্লিষ্ট ডিন অফিস এবং রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় পাওয়া যাবে।

প্রতিবন্ধী কোটায় সিট খালি থাকলে ওই কোটার অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২০ ডিসেম্বর এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটায় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২২ ডিসেম্বর। এ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.juniv.edu) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।