জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদনপত্র সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে গ্রহণ করা হবে ২৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত।
অপেক্ষমাণ তালিকার কোনো ছাত্রছাত্রী যদি কোনো কারণে উক্ত সময়ে নিজে সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে এসে আবেদনপত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission.php) প্রাপ্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির আবেদনপত্রটি ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে অভিভাবকের মাধ্যমে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে জমা দিতে হবে।
অপেক্ষমাণ তালিকার কোনো ছাত্রছাত্রী নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে তাদের ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।