চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ ও স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলামকে প্রধান করে একটি ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
চুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www cuet.ac.bd এ পাওয়া যাবে।