চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর রাত ১২ পর্যন্ত যে কোনো সময়ে মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে।
চবি ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস.এম. আকবর হোছাইন বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দিন-রাত যে কোনো সময় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। প্রতিবারের মতো প্রতিটি ইউনিটের জন্য পৃথক আবেদন করতে হবে।
তিনি জানান, সরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
প্রতিটি আবেদনের জন্য ৫০০টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এতে আরেক দফা বাড়ানো হয়েছে চবিতে ভর্তির আবেদন ফি।
গত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে আবেদন ফি ৭৫ টাকা বাড়িয়ে ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার আরও ২৫ টাকা আবেদন ফি ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।