মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। এমআইএসটি’র নিজস্ব ওয়েব সাইটে এই তথ্য দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। ১৫ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্যে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর ২৩ নভেম্বর সকাল নয়টায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেয়া হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর।
উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের ওপর ছয়টি কোর্স চালু আছে। কোর্স গুলো হলো- সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেট্রিক্যাল-ইলেট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং।