ইবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে ২ নভেম্বর থেকে

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২ নভেম্বর থেকে পাওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোড করতে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে সদ্য তোলা ১ কপি ছবি (৩০০x৩০০ Pixel মাপের এবং সাইজ ১০০KB-এর বেশি নয়) http://iu.teletalk.com.bd ওবেসাইটে আপলোড করে ডাউনলোড করতে হবে।
উল্লেখ্য, ছবি আপলোড করার সময় প্রার্থীকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন তার নিজের ছবি আপলোড করা হয় এবং ডাউনলোডকৃত প্রবেশ পত্রের ২ কপি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে বিকল্প/ডুপ্লিকেট প্রবেশপত্র প্রদানের কোনো ব্যবস্থা থাকবে না।
পরীক্ষার হলরুমে পরীক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুই কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূলকপি (ফেরতযোগ্য) অবশ্যই সাথে আনতে হবে।
এ বছর ৫টি অনুষদের অধীনে ৮টি ইউনিটের ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৭৯,০২২ জন পরীক্ষার্থী।
আগামী ১৯ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iubd.net -থেকে আসন বিন্যাসসহ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top