কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০১১ থেকে ১০ অক্টোবর ২০১১ পর্যন্ত ভর্তি ফরম টেলিটক মোবাইলের মাধ্যমে অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে।
এ জন্য আবেদন ফরম ফি প্রতি অনুষদের জন্য ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০ টাকা জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা হবে ২৫ নভেম্বর। এতে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
এ বছর বিজ্ঞান অনুষদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে জিপিএ ৭, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬ দশমিক ৫ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৬ দশমিক ৫ যোগ্যতা লাগবে। তবে এ ক্ষেত্রে সব অনুষদে এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য টেলিটকের ০১৫৫৭৩৩০৩৮১ ও ০১৫৫৭৩৩০৩৮২ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রথম আলো