সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নভেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় নিবন্ধক ইসফাকুল হোসেন জানান, আগামী ২২/২৩ অথবা ২৯/৩০ নভেম্বর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে ভর্তি কমিটির সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আলমকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।