রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২৯জুলাই রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটির এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
উপাচার্য জানান, সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে ভর্তি কমিটির আরেক সভায় ভর্তি ফরম বিতরণ এবং গ্রহণসহ অন্যান্য সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে, যা পরে জানানো হবে।
তিনি আরোবলেন, ভর্তি পরীক্ষায় আগের মতোই ৫০ শতাংশ এমসিকিউ এবং বাকি অর্ধেক লিখিত হবে। রুয়েটের প্রথম বর্ষের ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ruet.ac.bd পাওয়া যাবে।