রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ব্যাপক পরিবর্তন আসছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে চলবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএস করে এই আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুকরা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে সম্মান ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় প্রাথমিক এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন এ তথ্য জানান। তবে আগামী ১২ সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।