রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেটে ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৩৯ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক এ কথা জানিয়েছেন।
শিক্ষা পরিষদ সূত্রে জানা যায়, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ফলে প্রতিবছর অধিকংশ বিভাগের বেশকিছু আসান ফাঁকা হয়ে যায়। যার ফলে মেধানুসারে পিছনে থাকা শিক্ষার্থীরা বঞ্চিত হয়। এছাড়া দ্বিতীয় পরীক্ষার সুযোগ থাকায় জালিয়াতির চক্র অসাধুপায় অবলম্বনের এই সুযোগ গ্রহণ করে। এই সব বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।