দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময় সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী ২৩ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফর।
অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখ জানান, ‘‘চলতি মাসের ১৭ তারিখ থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু হয়ে শেষ হবে ১৮ ই অক্টোবর। আর নভেম্বরের ২৩ তারিখে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’’
এর আগে গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রনয়ণ-সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা প্রদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ও আগের ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।