মোঃ কামরুজ্জামান সোহাগ
মাভাবিপ্রবি সংবাদদাতা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের ৭ ও ৮ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।
এছাড়া ১২ ও ১৩ জানুয়ারি অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত এবং ১৪ জানুয়ারি মুক্তিযোদ্ধা, উপজাতি কোটার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র, প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও দুই কপি সত্যায়িত ছবি এবং বিভিন্ন কোটার প্রার্থীদের নিজ নিজ কোটার পক্ষে মূল সনদপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড, ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) এবং হটলাইনে (০১৫৫৪৩২১১৮৭ ও ০১৫৫৪৩২১১৮২) পাওয়া যাবে।