বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করতে পারবেন।
২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার ‘খ’ ও ‘গ’ ইউনিট ও ২৮ নভেম্বর শনিবার ‘ঘ’ ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.barisaluniv.edu.bd) থেকে জানা যাবে।