গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা হবে ২ থেকে ৪ ডিসেম্বর; সাতটি ইউনিটের ২০ বিভাগে মোট ১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bsmrstu.edu.bd) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষে এ ও বি ইউনিটে ২ ডিসেম্বর, সি ও ডি ইউনিটে ৩ ডিসেম্বর এবং ই, এফ ও জি ইউনিটে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে।