জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে আর এ সুযোগ থাকছে না।
সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। অক্টোবরের ১০, ১৭, ২৪, ৩১ ও ৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কবে কোন অনুষদের পরীক্ষা হবে, তা পরে জানানো হবে।