ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে গ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) অধীনে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার প্রথম ১১২৫ জন ছাত্রছাত্রীকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ওয়েবের মাধ্যমে SIF পূরণ করে তাদের পছন্দের বিভাগগুলো ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে।
ছাত্রছাত্রীরা কে কোন বিভাগে সুযোগ পেলো তা ৩১ ডিসেম্বরের পর গ ইউনিটের ওয়েবসাইট http://gaunit.univdhaka.edu -এ দেখতে পাবে। তা ছাড়া মোবাইল (রবি, বাংলা লিংক, সিটিসেল ও এয়ারটেল) ফোনে জানতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।