জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্সে (সম্মান) ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির সময়সীমা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি তারিখের মধ্যে বিষয় পরিবর্তন করতে পারবেন।
দ্বিতীয় মেধাতালিকার বিষয় পরিবর্তনের ফলাফল, সব ধরনের কোটার তালিকা ও তৃতীয় মেধাতালিকা ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।