২০১৩-১৪ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে বিভিন্ন স্কুলের ডিন এবং চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী শীঘ্রই খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.ku.ac.bd) এ পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
[আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩]