খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলীসহ বিস্তারিত তথ্যাদি পরে জানানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।