কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ শিক্ষাবর্ষে শুরু হয়ে গেছে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম। সম্প্রতি এ সম্পর্কিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই শিক্ষাক্রমে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে।
ভর্তির আবেদনপত্র বিতরণ চলবে ১৭ ডিসেম্বর ২০১৩ থেকে ৯ জানুয়ারি ২০১৪ পর্যন্ত। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে (টিভিআই) আবেদন ফরম পাওয়া যাবে। সরকারি প্রতিষ্ঠানে প্রথম শিফটের আবেদন জমা নেওয়া হবে ৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় শিফটে এ প্রক্রিয়া চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ফরম জমা দেওয়া যাবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ভর্তি শুরু হবে ১২ জানুয়ারি থেকে। ক্লাস শুরু হবে ২২ জানুয়ারি।
বিস্তারিত জানা যাবে এই লিংকে- www.bteb.gov.bd/notice/SSC_VocAdmission_Tottho_Biboroni_2014.pdf