ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৪ এপ্রিল থেকে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধাতালিকা থেকে ভর্তির সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভর্তি চলবে ৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। মেধা তালিকা থেকে ভর্তিকৃত এ ছাত্র-ছাত্রীরা ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিলের মধ্যে বিভাগ পরিবর্তন করতে পারবেন।
বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকা থেকে ও বিশেষ কোটায় আবেদনকারী ভর্তি–ইচ্ছুকেরা ভর্তি ও বিভাগ পরিবর্তন করতে পারবেন ২১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে। ২ মে থেকে ১ম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd বিস্তারিত তথ্য পাওয়া যাবে।