আগামী ৫, ৬, ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিতকৃত পরীক্ষাগুলো ৫, ৬, ৭ ও ৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীকালে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd এবং www.ru.ac.bd থেকে জানা যাবে।