চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। এ আবেদন ফরম নেয়া যাবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতি ফরমে মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আর ফরম পূরণের পদ্ধতি সম্পর্কে এ মাসের শেষ দিকে পরবর্তী বৈঠকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি।
বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। এবার পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। এবার বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যাও বাড়ানো হয়েছে।