খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর। আর এ ভর্তিপ্রক্রিয়া শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর এবং শেষ হবে ২০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) ভর্তি ফরম পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, এ বছর ১৯টি ডিসিপ্লিন ও চারুকলা ইনস্টিটিউটে সর্বমোট ৮৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ৪০টি আসন মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতিদের জন্য সংরক্ষিত।