আগামী ৪ ও ৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর আমরা আবেদন ফরম পুরনের তারিখ নির্ধারণ করব। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ পাওয়া যাবে।
এদিকে নতুন শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ১টি অনুষদ ও আরো দুটি বিভাগের যাত্রা শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। নতুন বিভাগ দুটি নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১৯।