ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এবং কুমিল্লা মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ক্লাস শুরু হবে ১০ জানুয়ারি।
এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১০ জানুয়ারি সকাল ১০টায় কলেজের ১নং নতুন গ্যালারিতে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে এবং একইদিন থেকে ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে।
খুলনা মেডিকেল কলেজের ১মবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১০ জানুয়ারি সকাল ১০টায় কলেজের ১ নং লেকচার গ্যালারিতে পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে এবং একইদিন থেকে ক্লাসরুটিন মোতাবেক নিয়মিত ক্লাস শুরু হবে।
কুমিল্লা মেডিকেল কলেজের ১মবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস ১০ জানুয়ারি সকাল ৮টায় এনাটমি বিভাগে শুরু হবে। ঐদিন এপ্রোন ও জুতা পরিধানপূর্বক ক্লাসে উপস্থিত থাকতে ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে। ৯ জানুয়ারির মধ্যে হোস্টেলে সিট বরাদ্দপ্রাপ্তির জন্য ছাত্র-ছাত্রীদের কলেজের হোস্টেল তত্ত্বাবধায়কের দপ্তরে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।