অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। ২০১১-১২ শিক্ষাবর্ষে আইইউটির প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে চার বছরের ব্যাচেলর প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এই প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে জিপিএ ৪.৫ পেয়ে পাস করতে হবে। ভর্তির যোগ্যতা বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আবেদন ফি ৫০০ টাকা (অফেরতযোগ্য) এবং এই কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর ২০১১ সকাল ১০টা।
আর যেসব প্রার্থী এই বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের ১৫ সেপ্টেম্বরের আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সরাসরি আবেদন করতে হবে। এই কোর্সের ভর্তির আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা: www.iutoic-dhaka.edu